লক্ষ্মীপুর জেলা প্রশাসকের রায়পুর উপজেলা পরিদর্শন
 
                                                                                                আজ ২৮/০৮/২০২৫ তারিখে রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর রায়পুর উপজেলা পরিদর্শন করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার, রায়পুরের কার্যালয় ও রায়পুর উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
এসময় তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে রায়পুর উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডেস্কটপ কম্পিউটার ও সিসি ক্যামেরা বিতরণ করেন, উপজেলাধীন বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং সমুদ্রগামী নিহত ও আহত জেলে পরিবারের মাঝে চেক বিতরণ করেন এবং রায়পুর উপজেলাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, পোশাক, গল্পের বই ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এছাড়াও তিনি কেরোয়া ইউনিয়ন পরিষদ, মধ্য কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরোয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং রায়পুর আদর্শ শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন। তিনি মধ্য কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                  
 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            