শিরোনাম

South east bank ad

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মুন্সীগঞ্জে জাতীয়  মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি
অদ্য ১৮/০৮/২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ প্রাঙ্গণে জাতীয়  মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্নাঢ্য সড়ক র‌্যালি এবং র‌্যালিশেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।  এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা ‍নির্বাহী অফিসার জনাব মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্য পেশাজীবী, সংশ্লিষ্ট সমবায় সমিতিসমূহের প্রতিনিধিবৃন্দ ও খাত সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীবৃন্দ।

আলোচনা সভান্তে মৎস্যচাষিদের মাছ উৎপাদনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সরকারি হরগঙ্গা কলেজ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: