তারুণ্যের আইডিয়ায় গণঅভুত্থ্যানের বর্ষপূর্তি পালন

অদ্য ০৩/০৮/২০২৫ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তারুণ্যের আইডিয়ায় গণঅভুত্থ্যানের বর্ষপূর্তি পালন “আমার চোখে জুলাই বিপ্লব” এর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোছা: নাজমা নাহার, নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়।