শিরোনাম

South east bank ad

পাতক্ষীর এর ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতিপ্রাপ্তি উপলক্ষ্যে উদযাপন সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ মে ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

পাতক্ষীর এর ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতিপ্রাপ্তি উপলক্ষ্যে উদযাপন সভা অনুষ্ঠিত
অদ্য ০৭/০৫/২৫ তারিখ জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ এর সম্মেলন কক্ষে পাতক্ষীর এর ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতিপ্রাপ্তি উপলক্ষ্যে উদযাপন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী অফিসার, সিরাজদিখান জনাব শাহিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর জনাব মাহবুবুর রহমান, জেলার সাংবাদিকবৃন্দ এবং পাতক্ষীর এর কারিগরগণ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় কারিগরগণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মুন্সীগঞ্জের পাতক্ষীর শুধু একটি মিষ্টি নয়, এটি ঐতিহ্য, ইতিহাস, স্বাদ ও আত্মপরিচয়ের প্রতীক। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি এই ঐতিহ্যের বিশ্ব দরবারে পরিচিতি এনে দেবে-যা কেবল মুন্সীগঞ্জ নয়, পুরো বাংলাদেশের গর্ব হয়ে উঠবে। এছাড়াও পাতক্ষীর এর কারিগরদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন পাশে থাকবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: