সদর ও শ্রীমঙ্গল উপজেলায় ১৬০ টি ল্যাপটপ ফ্রি প্রদান

আজ ২৯.০৪.২০২৫ তারিখ জেলা প্রশাসন মৌলভীবাজার ও আইসিটি বিভাগের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় হার পাওয়ার প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর, বড়লেখা এবং শ্রীমঙ্গল উপজেলার ৫৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের ৬ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সদর উপজেলার ৮০ জন এবং শ্রীমঙ্গল উপজেলার ৮০ জন, মোট ১৬০ জন ফ্রিল্যান্সিং নারী প্রশিক্ষণার্থিদের মাঝে ল্যাপটপ প্রদান করা হয়। এসময় অনলাইনে যুক্ত ছিলেন জনাব শীষ হায়দার চৌধুরী এনডিসি, MCIPS(CS) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা অনলাইনে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজে ব্যবহার করে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের এই ল্যাপটপ প্রদান করা হয়।