"ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজিকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয়" বিষয়ক কর্মশালা আয়োজন

২৮ এপ্রিল, ২০২৫ খ্রি. চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ভূমি সংস্কার বোর্ড কর্তৃক "ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজিকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয়" বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ জে এম সালাহউদ্দিন নাগরী, চেয়ারম্যান (সচিব), ভূমি সংস্কার বোর্ড, ঢাকা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ডঃ মো: জিয়াউদ্দীন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ রেজাউল কবীর, সদস্য (প্রশাসন), ভূমি সংস্কার বোর্ড।
মূল প্রবন্ধ উপস্থাপন শেষে ভূমি সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় বিষয়ক চ্যালেঞ্জসমুহ নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি বলেন, "ভূমি ব্যবস্থাপনা সহজিকরণ এর লক্ষ্যে ইন্টারনেটের সহজলভ্যতা বৃদ্ধি করতে হবে এবং অনলাইন সেবা যেন সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। "
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), চট্টগ্রাম বিভাগ জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক ফরিদা খানম, উপ-ভূমি সংস্কার কমিশনার, চট্টগ্রাম বিভাগ, ড. বদিউল আলম এবং ভূমি সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীবৃন্দ।