South east bank ad

চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজারে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টাস্কফোর্স এর অভিযান

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজারে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টাস্কফোর্স এর অভিযান

আজ ০৯/০৩/২০২৫ তারিখ বেলা ১২.৩০ ঘটিকা হতে বেলা ২.০০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিব শাহরিয়ার,সাইফুল ইসলাম ভূঞা, সুমন মন্ডল অপু, ইজাহারুল আহম্মেদ শিহাব, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম। 
অভিযান পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান,মসলার দোকান, কাঁচা বাজার,মাংসের বাজার,খেজুর, ডিমসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও মূল্যের তালিকা হালনাগাদ না থাকা  সহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এবং কৃষি বিপণন আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৬ টি মামলায় মোট ৩২,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাপড়ের দোকানসমূহে বিশেষ নজরদারি ও অতিরিক্ত মূল্য নেয়ার ব্যাপারে সতর্কতা প্রদান করা হয়। 
টাস্ক ফোর্স অভিযানে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এবং  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক । উক্ত অভিযানে বিএসটিআই এর বিভিন্ন কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: