South east bank ad

জেলা প্রশাসনের উদ্যোগে ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

জেলা প্রশাসনের উদ্যোগে ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ
বান্দরবানে জেলা প্রশাসনেরে উদ্যোগে ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক শামীম আরা রিনি সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাগুলো পরিদর্শন করেছেন। 

এসময় মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার সামগ্রি তুলে দেন। যারমধ্যে রয়েছে, ছোলা, চিনি,পেয়াজ, তেল, আলু, সেমাই, মুড়ি, চিড়া, খেজুর’সহ ইফতারের বিভিন্ন পন্য সামগ্রী।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান, নেজারত ডেপুটি কালেক্টর আসিফ রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শণকালে জেলা প্রশাসক এতিম শিশু ও মাদ্রাসা পরিচালনা কমিটির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাবলে খোঁজখবর নেন। পবিত্র রমজান মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইফতার সামগ্রী পেয়ে খুশি মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটি।

জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা-সম্ভাবনার কথাগুলো শোনতে পেরেছি। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কল্যানে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: