বান্দরবানে নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

অধিকার, সমতা, ক্ষমতায়ন; নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যে আজ ০৮ মার্চ ২০২৫ তারিখ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ হতে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বান্দরবান পার্বত্য জেলা।