ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর আজ রাজবাড়ী জেলা সফর

ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী আজ রাজবাড়ী জেলা সফর করেন। এ সফরকালে তিনি বেশকিছু উল্লেখযোগ্য ইভেন্টে অংশ নেন।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিদর্শনে তিনি জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি হিসেবে শহীদ সাগর চত্বর উদ্বোধন করেন। একইসাথে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
কমিশনার মহোদয় সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারসহ অসহায় নারীদের আর্থিক সহায়তা প্রদান করেন। এ সাথে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তির্গের সাথে মতবিনিময় করেন।
বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি কোমলমতি শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
সফরের এক পর্যায়ে তিনি রাজবাড়ী সার্কিট হাউসের নবনির্মিত গেট ও রাজবাড়ী পৌর সিটি মার্কেটের শুভ উদ্বোধন করেন।