মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা

আজ ৫ মার্চ ২০২৫ খ্রি. তারিখ পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে মহানগরীর চকবাজার, বড়পুল বাজার,পাহাড়তলী বাজার এবং পুরাতন পোর্ট বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চকবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম ভূঞা, জনাব ইজাহারুল আহম্মেদ শিহাব এবং জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।
এছাড়াও আগ্রাবাদ হালিশহর এর বড়পুল বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর হাসান তুরান, আগ্রাবাদ সার্কেল, চট্টগ্রাম; পাহাড়তলী বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,কাট্টলি সার্কেল জনাব মো: মেহেদী হাসান এবং চট্টগ্রাম বন্দরস্থ পুরাতন পোর্ট বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জিমরান মোহাম্মদ সায়েক, পতেঙ্গা সার্কেল, চট্টগ্রাম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান, কাঁচা বাজার, ফলের দোকান এবং মাংসের দোকানসমূহে মূল্য তালিকা না থাকা, পণ্যের অতিরিক্ত মূল্য গ্রহণ ও মোড়কজাতকরণের যথাযথ নিয়ম অনুসরণ না করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী বিক্রয়ের অভিযোগে চকবাজারে ৫টি মামলায় সর্বমোট ১৪,৫০০/- (চৌদ্দ হাজার পাঁচশত) টাকা, বড়পুল বাজারে ৪ টি মামলায় ৯,০০০/- (নয় হাজার) টাকা,পাহাড়তলী বাজারে ২টি মামলায় ৪,০০০/-(চার হাজার) এবং পুরাতন পোর্ট বাজারে ২ টি মামলায় ১১,০০০/- (এগারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।একইসাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়। মোবাইল কোর্ট কার্যক্রম চলাকালে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।