লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার উদ্দেশ্যে টাস্কফোর্স কমিটির বাজার পরিদর্শন

আজ ০২/০৩/২০২৫ তারিখে রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার উদ্দেশ্যে গঠিত জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সদর উপজেলার চকবাজার এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টাস্কফোর্স কমিটির সদস্যগণ।
পরিদর্শনকালে ছোলা এবং চিনির মূল্য অতিরিক্ত বেশি রাখায়, ক্রয় রশিদ প্রদর্শন করতে ব্যর্থ হাওয়ায় এবং মূল্য তালিকা না প্রদর্শন করায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মজিবুর রহমান চক বাজার এলাকাস্থ ০৬ টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০/- (আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসক নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি স্বল্প মুনাফায় বিক্রয়, যথাযথ আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে পাইকারি ও খুচরা বিক্রেতাদের নির্দেশনা প্রদান করেন।
জনস্বার্থে জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।