কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্য মূল্যের জনতার বাজার
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ‘জনতার বাজার’ নামে ন্যায্যমূল্যের বাজার স্থাপন করা হচ্ছে।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর কামরাঙ্গীরচর কুড়ারঘাট মেডিকেল মোড়ে জনতার এ বাজার প্রতিষ্ঠার জন্য এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব তানভীর আহমেদ।
মূলত সরাসরি কৃষক ও ভোক্তাদের সংযোগ স্থাপন করে বাজার নিয়ন্ত্রণের জন্যই এই বিশেষ বাজার স্থাপন করা হচ্ছে।
ঢাকার মোহাম্মদপুরের পর কামরাঙ্গীরচরে এটি দ্বিতীয় বাজার। প্রাথমিকভাবে জনবহুল ৬ স্থানে এ জনতার বাজার স্থাপন করা হবে। প্রতিটি পণ্য জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নির্ধারিত দরে বিক্রি করা হবে। ক্রয়মূল্যের সঙ্গে প্রকৃত পরিবহন খরচ এবং উদ্যোক্তাদের প্রদেয় যৌক্তিক মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ হবে। তবে ইচ্ছা করলে যে কোনো চাষি, খামারি বা উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য সরাসরি এনেও বিক্রি করতে পারবেন। এ বাজার টেকসইভাবে পরিচালিত হবে এবং রাজধানীর মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে ও মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমাতে বড় ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা এর উপপরিচালক স্থানীয় সরকার (উপসচিব) জনাব মো. ইকবাল হোসেন, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো. শামীম হুসাইন, সিনিয়র সহকারী কমিশনার জনাব তানজিল পারভেজ, লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জনাব শরীফুল ইসলাম, কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আমিরুল ইসলামসহ খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।