South east bank ad

ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ২২ পরীক্ষার্থী আটক

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

ডিসি অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ২২ পরীক্ষার্থী আটক
গাইবান্ধা জেলা প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগে প্রক্সি দেওয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে যেভাবে বিষয়টি ওঠে এসেছে, তাতে আমাদের ধারণা, এই জালিয়াতিতে বেশ কয়েকজন সক্রিয় ভূমিকা রেখেছেন। আমরা আশা করছি, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত করে প্রকৃতদোষীদের শনাক্ত করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন জানান, এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী দিনে এই ধরনের প্রতারণার ঘটনা যাতে না ঘটে, সেজন্যে কঠোর নজরদারি এবং সঠিক যাচাই-বাছাই প্রক্রিয়ার ওপর আরো জোর দেওয়া হবে।

প্রসঙ্গত, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫টি শূন্য পদ পূরণের লক্ষ্যে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে মোট ২২৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় পাস করে। আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়ার জন্য ডাকা হয়েছিল। সকাল থেকেই পর্যায়ক্রমে তাদের মৌখিক পরীক্ষা নেয়া হচ্ছিল।

দীর্ঘদিন ধরেই সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কিছু অসাধু ব্যক্তিরা প্রক্সি বা প্রতারক ব্যবহার করে চাকরি পাওয়ার চেষ্টা করে আসছে। এটি এক ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, যা জনগণের আস্থার জন্য হুমকিস্বরূপ।
BBS cable ad