সর্বজনীন স্কিম সফল করার লক্ষ্যে সর্বজনীন স্কিম সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত

২৪-০৩-২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে সর্বজনীন স্কিম সফল করার লক্ষ্যে সর্বজনীন স্কিম সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা।
হবিগঞ্জ জেলার নয়টি উপজেলা একই সাথে জুম প্লাটফর্মের মাধ্যমে উক্ত সভায় যুক্ত ছিলো। দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সমাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভশীলতার হার বৃদ্ধি পাবে, এই নির্ভরশীল জনগোষ্ঠী যাতে স্মার্ট বাংলাদেশে স্বাবলম্বী হয়ে জীবনযাপন করতে পারে সেই চিন্তা থেকেই এই পেনশন স্কিমের প্রচারণা।