রাজধানীতে ১৮ কেজি গাঁজাসহ ডিবি উত্তরা বিভাগের হাতে আটক ৪

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।
আটকরা হলেন- মো. সুলতান, মোছা. বকুল বেগম, মো. শাহজাহান মোল্লা ও মো. ওমর সানি।
শনিবার (২২ মে) বিকেল সাড়ে ৫ টায় মতিঝিল থানাধীন ফকিরাপুল ডি আই টি এক্সটেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিবি উত্তরা বিভাগের অতিররিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে মতিঝিলে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ফকিরাপুল ডি আই টি এক্সটেশন রোড এলাকায় পরিচালিত অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।
আটকরা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ এনে ঢাকা ও আশাপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।