শান্তির অঙ্গীকারে আত্মোৎসর্গকারী বীরদের প্রতি বিমান বাহিনীর গভীর শ্রদ্ধা
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় আবেই এলাকায় সংঘটিত নৃশংস সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর শান্তিরক্ষীর নামাজে জানাজা আজ ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পূর্ণ সামরিক ও ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। জানাজা শেষে শহীদদের পরিবারের সদস্য, জাতিসংঘ মহাসচিব এর পক্ষে ইউনিসফা এর চিফ কমিউনিটি লিয়াজো অফিসার, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নীরব শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ বিমান বাহিনী গভীর শ্রদ্ধায় শহীদ বীর শান্তিরক্ষীদের স্মরণ করছে, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।


