শিরোনাম

South east bank ad

দক্ষিণ কোরিয়া ও গণচীন সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন   |   বিমান প্রধান

দক্ষিণ কোরিয়া ও গণচীন সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।


শনিবার (১৮ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য সিউল আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী-২০২৫ এ অংশগ্রহণের জন্য ১৯-২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর করবেন। এ ছাড়া তিনি চেয়ারম্যান, চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের আমন্ত্রণে ২৩-২৫ অক্টোবর গণচীন সফর করবেন।

এতে আরও বলা হয়, চীন সফরকালে বিমান বাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোসের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কোরিয়া ও চীনে মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান সরকারি সফর শেষে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশে ফিরবেন বলে জানায় আইএসপিআর।
BBS cable ad

বিমান প্রধান এর আরও খবর: