রাউজানে দেশীয় ২ এলজিসহ ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রাউজান থানার ওসি বিষয়টি সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় এবং রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই (নি.) খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, সোমবার শেষ রাত ৩টা ৪৫ মিনিটে রাউজান থানাধীন ১৫ নম্বর নোয়াজিষপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহর কাজীর বাড়িতে পলাতক আসামি নুরুল আমীন প্রকাশ কালু (৪০)-এর বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় টিনসেড ঘরের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অভিযানকালে আসামি নুরুল আমীন প্রকাশ কালু কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক আসামি তার হেফাজতে থাকা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে নোয়াজিষপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর পলাতক আসামি নুরুল আমীন প্রকাশ কালু মো. জাহেদ নামের এক ব্যক্তিকে পায়ে গুলি করে গুরুতর আহত করেন। এমন তথ্যও পুলিশের কাছে রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।


