সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চুরির রহস্য উদঘাটন
রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির রহস্য উদঘাটন এবং চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।
গ্রেফতাররা হলেন মো. রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫) ও সাদ্দাম হোসেন (৩১)।
গত বৃহস্পতিবার হতে শনিবার পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ ও মুরাগনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ। এসময় তাদের হেফাজত হতে চুরি হওয়া মোট ৫০ ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ডিবি-লালবাগ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি আনুমানিক বেলা ১টায় ধানমন্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’(দোকান নং ০১৪ ও ০১৫) শো-রুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শো-রুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন অজ্ঞাতনামা চোরেরা শো-রুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে ১৫৯ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ আটাশ হাজার আটশত টাকা।
ডিবি সূত্রে আরও জানা যায়, ওই ঘটনা ও মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ডিবি ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত শুরু করে। গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে।