ফেনীতে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, আহত ৫

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় অভিযানে গেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করেছে মাদককারবারিরা। এতে ডিবি পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তানভীর মেহেদী, সহকারী উপ-পরিদর্শক খোকন হোসেন, রিংকু বড়ুয়া, কনস্টেবল মুজিবুর রহমান ও জাহাঙ্গীর।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, জয়নগর গ্রামের মাদককারবারি আলমগীর প্রকাশ সোর্স আলমগীরকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশের একটি টিম অভিযানে যায়। অভিযানে আলমগীরকে আটক করলে তাৎক্ষণিক সেখানকার ৪০-৫০ জন নারী-পুরুষ জড়ো হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে। একপর্যায়ে তারা আলমগীরকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।