শিরোনাম

South east bank ad

আসন্ন বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি রোধে বিসিবি ও সিআইডির যৌথ উদ্যোগ

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন   |   সিআইডি

আসন্ন বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি রোধে বিসিবি ও সিআইডির যৌথ উদ্যোগ

আসন্ন বিপিএলকে সামনে রেখে ফিক্সিং ও দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সমন্বয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকাস্থ সিআইডি সদর দপ্তরে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়। এ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটের কনসালট্যান্ট ও আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিট ম্যানেজার অ্যালেক্স মার্শালসহ উভয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।
সভায় সিদ্ধান্ত হয় যে, ফিক্সিং ও দুর্নীতি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিসিবি সরবরাহ করবে এবং সিআইডি তাদের কারিগরি ও তদন্ত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা করবে। এ বিষয়ে অচিরেই উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।
সভায় আলোচনাকালে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম বলেন, দেশের মানুষের ভালোবাসা ও আবেগের খেলা ক্রিকেটকে কলুষমুক্ত ও পরিশুদ্ধ রাখতে সিআইডি ক্রিকেটসংক্রান্ত সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ করতে বদ্ধপরিকর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যান্টি করাপশন ইউনিটের কনসালট্যান্ট এবং আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিট ম্যানেজার অ্যালেক্স মার্শাল স্পট ফিক্সিং, বেটিং, পিচ সাইডিংসহ বিভিন্ন ধরনের ফিক্সিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।
BBS cable ad

সিআইডি এর আরও খবর: