আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি রতন, মহাসচিব এনাম
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন খন্দকার শফিকুল হাসান রতন ও মহাসচিব হলেন মো. মনোয়ারুল ইসলাম এনাম।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে এক সাধারণ সভায় ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নির্বাচিত কমিটি ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদে ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অফিসাররা অংশগ্রহণ করেন।
এ সময়ে তারা ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নের বিষয়ে মতবিনিময় করেন।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয় অফিসারদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাচিত সভাপতি খন্দকার শফিকুল হাসান রতন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব)। মহাসচিব মো. মনোয়ারুল ইসলাম এনাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ও একজন কৃষিবিদ।
বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৯টি। এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন দেশের উচ্চশিক্ষা প্রশাসনে দক্ষতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে সভায় উল্লেখ করা হয়।
কমিটির প্রধান পৃষ্ঠোপোষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা।
কমিটির ১নম্বর যুগ্ম-মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. রেজাউর রহমান মিয়া রাজু।


