ভোলায় পশ্চিম ইলিশা থেকে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

সিমা বেগম (ভোলা):
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড হইতে ৫০ পিস ইয়াবাসহ আঃ রহিম (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভোলা।
শুক্রবার (১১ জুন) বিকালে পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বয়াতি হাট এলাকা হইতে তাকে আটক করা হয়।
ভোলা সদর মডেল থানা সূত্রে জানায়, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নির্দেশে, ওসি ডিবি শহিদুল ইসলাম এর তত্বাবধানে, এস আই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্সের বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী আঃ রহিমকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
মাদক কারবারি রহিম রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরমনেশা শান্তির গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর ছেলে।মাদক আইনে মামলা হয়েছে।