South east bank ad

জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন মো: হাবিবুর রহমান

 প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন   |   সচিব

জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন মো: হাবিবুর রহমান
মোঃ হাবিবুর রহমান জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে তিনি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ্যপ্লায়েড ফিজিক্স এন্ড ইলেক্ট্রনিক্সে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন মোঃ হাবিবুর রহমান। পরবর্তীতে তিনি ইউকে-র ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে ইকোনোমিক ডেভেলপমেন্ট রিসার্চ এন্ড পলিসি বিষয়ে এম. এস.সি ডিগ্রী অর্জন করেন। 

মোঃ হাবিবুর রহমান ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। রাজশাহী বিভাগের কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তৎপরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় নাটোরে পদায়িত হয়ে তিনি সহকারী কমিশনার হিসেবে ফেব্রুয়ারি’৯৩ পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি শরণার্থি, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, কক্সবাজারে মার্চ’৯৩ হতে ফেব্রুয়ারি’৯৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে পদায়িত হন ও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি), হবিগঞ্জ সদর হিসেবে এপ্রিল’৯৪ হতে সেপ্টেম্বর’৯৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি সহকারী পরিচালক হিসেবে দুর্নীতি দমন ব্যুরো’তে অক্টোবর’৯৬ হতে নভেম্বর’৯৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে পদায়িত হয়ে সেপ্টেম্বর’০১ পর্যন্ত কর্মরত ছিলেন। সিনিয়র সহকারী সচিব হিসেবে তিনি অর্থ বিভাগে জানুয়রি’০৩ হতে সেপ্টেম্বর’০৫ এবং শিক্ষা মন্ত্রণালয়ে ফেব্রুয়ারি’০৬ হতে মে’০৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। অর্থ বিভাগে কর্মকালীন ১৫ বছরের অধিক সময় তার কর্মজীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায়। 

মোঃ হাবিবুর রহমান অগ্রগণ্য কতিপয় কর্মকর্তার অন্যতম যাঁরা বাজেট প্রণয়নকে প্রচলিত পদ্ধতি থেকে মধ্য-মেয়াদি বাজেট কাঠামোয় (Medium Term Budget Framework (MTBF)) রূপান্তরে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অতিরিক্ত সচিব (বাজেট-১) হিসেবে পদোন্নতি প্রাপ্তির পূর্বে সেখানে তিনি যুগ্মসচিব (বাজেট-১) এবং উপসচিব (বাজেট-১) হিসেবে কাজ করেছেন এবং এক দশকের অধিককাল সময় জাতীয় বাজেট প্রণয়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তিনি অর্থ বিভাগের Financial Management Reform Programme এবং Deepening DMTBF and Strengthening Financial Accountability Project-এ বাজেট স্পেশালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স এবং অন্যান্য অনেক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে Public Financial Management সংশ্লিষ্ট সমূদয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন এবং Public Finance বিষয়ে আগ্রহী সরকারি কর্মকর্তাদের একটি Critical Mass গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। 

এছাড়াও সরকারি বাজেট ব্যবস্থাপনা, পাবলিক ফিনান্সিয়্যাল ম্যানেজমেন্ট, প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং পারফরমেন্স ম্যানেজমেন্ট বিষয়ে তিনি ভারত, সিঙ্গাপুর, ইউকে, ইউএসএ এবং নিউজিল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি দেশে এবং বিদেশে বহু সেমিনার, ওয়ার্কশপ, শিক্ষাসফর এবং সরকারি ভ্রমণে অংশগ্রহণ করেছেন। জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০১৭ সালে তিনি মর্যাদাপূর্ণ পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন পদকে ভূষিত হয়েছেন।
BBS cable ad