South east bank ad

নারায়ণগঞ্জে মাদক মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

 প্রকাশ: ৩১ মে ২০২১, ০৩:৪৪ পূর্বাহ্ন   |   র‍্যাব

নারায়ণগঞ্জে মাদক মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা ও তার সহযোগী এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রবিবার বিকালে আসামিদের আদালতে উঠায় পুলিশ। সে সময় আসামিদের আইনজীবী জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামানের আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


গ্রেপ্তাররা হলেন- শাহ মোহাম্মদ ঈমাম উদ্দিন ঢাকা ডেমরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও নাছির উদ্দিন (২৭)।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক এএসআই মো. রোকনুজ্জামানিএ খবর নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায় ,সিদ্ধিরগঞ্জে বাগমারা এলাকা থেকে র‌্যাব-১০ এর সদস্যরা নাছির উদ্দিন (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করে। নাসির উদ্দিন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তার কাছে থেকে ১৯০টি ইয়াবা উদ্ধার করে। পরে সেই নাছির স্বীকার করেন ডেমরা থানার এএসআই ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছেন। এসব ইয়াবার মালিক এএসআই ইমাম উদ্দিন। পরে র‌্যাব তাকেও আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: