South east bank ad

ঢাকায় একদিনে জরিমানা আদায় ৩১ লাখ টাকা

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন   |   পুলিশ

ঢাকায় একদিনে জরিমানা আদায় ৩১ লাখ টাকা
যানজটে নাকাল রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সড়কে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পুলিশ।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। শনিবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকার মধ্যে তিন লাখ ৩৪ হাজার ৫০০ টাকা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এছাড়া অভিযানকালে ৬৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
BBS cable ad