South east bank ad

মেলান্দহে বিড়ির জাল ষ্ট‍্যাম্পসহ একজনকে আটক করেছে র‍্যাব-১৪

 প্রকাশ: ১০ জুলাই ২০২১, ১০:৫৭ অপরাহ্ন   |   র‍্যাব

মেলান্দহে বিড়ির জাল ষ্ট‍্যাম্পসহ একজনকে আটক করেছে র‍্যাব-১৪

শামীম আলম (জামালপুর): 

জামালপুর জেলার মেলান্দহ থানাধীন পূর্ব দিঘলবাড়ী বাঘাবাড়ী গ্রামে  শনিবার সকাল  ১০. ৪০ মিনিটে  অভিযান চালিয়ে টিনের তৈরি বিড়ির ফ্যাক্টরীর মধ্য অবৈধভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও কর পরিশোধিত জাল ষ্ট্যাম্প লাগাইয়া সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে ০১ নং বাদশা বিড়ি তৈরি করার অপরাধে শাহীনুর ইসলাম বাগাকে  গ্রেফতার করে র‍্যাব ১৪ ।ক্যাম্প এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এর উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল  আটককৃত আসামীর মোঃ শাহিনুর ইসলাম বাঘা (৪০) তার বাড়ি থেকে উদ্ধারকৃত ১৬  টি চটের বস্তায় মধ্য হতে ১৮,৫০০ টি ০১ নং বাদশা বিড়ির প্যাকেটে রক্ষিত সর্বমোট ৪,৬২,৫০০ টি বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত বিড়ির অনুমান মূল্য ৩,৭০,০০০/- টাকা।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: