South east bank ad

ফেনীতে ১৩ কেজি ওজনের কষ্টি পাথরসহ যুবককে আটক করেছে র‌্যাব-৭

 প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০২:৩৭ অপরাহ্ন   |   র‍্যাব

ফেনীতে ১৩ কেজি ওজনের কষ্টি পাথরসহ যুবককে আটক করেছে র‌্যাব-৭


ফেনীতে ১৩ কেজি ওজনের কষ্টি পাথরসহ যতীশ চন্দ্র মজুমদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক যুবক ও কষ্টিপাথরটিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

আটক যুবক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামের ব্রজলাল চন্দ্র মজুমদারের ছেলে। তিনি বেশ কিছুদিন যাবৎ ফেনী শহরের সহদেবপুর এলাকায় রিপনের বাড়িতে ভাড়া বাসায় থেকেছেন।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে কষ্টিপাথর উদ্ধারের জন্য ফেনী শহরের সহদেবপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-৭ এর একটি দল। এ সময় উত্তর সহদেবপুর খায়রুল ইসহাক রোডের রাস কুঠিরের চতুর্থ তলা থেকে সন্দেহভাজন যুবক যতীশ চন্দ্র মজুমদারকে আটক করা হয়। পরে ওই বিল্ডিংয়ের চতুর্থ তলার সিঁড়ির পাশের একটি কক্ষ থেকে ১৩ কেজি ওজনের লম্বা আকৃতির কষ্টিপাথর উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

ফেনীস্থ র‌্যাব-৭-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, র‌্যাবের হাতে কষ্টি পাথরসহ আটক হওয়া ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে এবং পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: