South east bank ad

ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

 প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৬:২৩ অপরাহ্ন   |   র‍্যাব

ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জাকির হোসেন (সালথা):

রবিবার (২৭ জুন) গভীর রাতের র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উল্লেখিত মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলা হতে ফেন্সিডিল এর চালান নিয়ে মাগুরা হয়ে ফরিদপুর এর উদ্দেশ্যে পরিবহন যোগে রওনা করেছে। এরই পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ জুন,২০২১ ইং তারিখ সকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর সাকিনস্থ ফরিদপুর-সালথা গামী সড়ক সংলগ্ন "মাগুরা-ফরিদপুর'' গামী মহাসড়কের উপর উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেজনক বাস তল্লাশী করতে থাকে। সন্দেহ জনক বাস তল্লাশী করা কালীন মাগুরা জেলার দিক থেকে আগত একটি বাস দেখতে পেয়ে থামানোর সংকেত দিলে বাসটি থেমে যায়। তখন ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করলে গোপন তথ্যর ভিত্তিতে জানতে পাওয়া ঐ পরিবহন (দিনাজপুর-বরিশাল), যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৪-৮৬৪১ বাসটি মিলে যাওয়ায় গাড়ীর ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ আজিজুল হক(৩৬), পিতা-মোঃ ইউনুচ আলী, সাং-দিনাজপুর পৌরসভা, ওয়ার্ড নং-০৯, উপ-শহর-০৩, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে আটক করে। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৯৯ (নিরানব্বই) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ২৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়। 

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরম্নদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব-৮ জানায়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: