South east bank ad

ময়মনসিংহে অস্ত্রসহ ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

 প্রকাশ: ২৩ জুন ২০২১, ১২:২৭ পূর্বাহ্ন   |   র‍্যাব

ময়মনসিংহে অস্ত্রসহ ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

এইচ. এম জোবায়ের হোসাইন:

ময়মসিংহে ইদানিং কিশোর গ্যাং এর তৎপতা বৃদ্ধি পেয়েছে। অস্ত্রধারী এসব কিশোর অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৪ বিশেষ অভিযানে নেমেছে। নগরীর রঘুরামপুর এলাকা থেকে ৪জন কিশোর গ্যাং এর সদস্যকে বিভিন্ন ধরণের অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সদস্যরা।

র‌্যাব-১৪ মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নানুল ইসলাম ২২ জুন দুপুরে এক প্রেস বিফিংএ জানান, গত ২১ জুন পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ময়মনসিংহ নগরীর রঘুরামপুর এলাকা থেকে দস্যুতার প্রস্তুতিকালে কিশোর গ্যাং এর সদস্য মোঃ মিজানুর রহমান @ মুরগী মিজান (৪০), পিতা- মৃত শফি উদ্দিন, মোঃ সবুজ মন্ডল (৩৪), পিতা- আব্দুল সাত্তার মন্ডল, মোঃ শামিম (২১), পিতা-আব্দুর রহিম বক্শো, মোঃ হানিফ (১৯), পিতা-মোঃ মোতালেব, সর্ব থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করে।

ধৃত আসামীদের হেফাজত হতে দেশীয় পাইপ গান ১ টি, রিভলবার সাদৃশ্য -১ টি, পিস্তলের গুলি - ২ রাউন্ড, শর্টগানের গুলি - ২ রাউন্ড, মোবাইল - ২ টি, নগদ ২,৭৬,০০০/- (দুই লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা, রামদা -২ টি, চা-পাতি -১ টি, চাকু -৪ টি, কুড়াল -১ টি, করাত -১ টি, দা -২ টি, হাতুড়ি - ১ টি, স্টিলের রড -১ টি, পেনড্রাইভ -২ টি, পাসপোর্ট - ১ টি, চেকবই -১ টি এবং মোটর সাইকেল - ১ টি উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা ঘটনাস্থলে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দস্যুতার প্রস্তুতি নিচ্ছিল। তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় দলে-উপদলে বিভক্ত কিশোর গ্যাং-এর নেতৃত্ব দিয়ে ছিনতাই, দস্যুতা এবং আধিপত্য বিস্তারের মাধ্যমে অবৈধ কর্মকান্ড করে আসছিল যা জনমনে ভীতি ও উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: