South east bank ad

পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতি

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন   |   পুলিশ

পুলিশের ২৫২ এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পুলিশের ২৫২ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সারদা পুলিশ অ্যাকাডেমির পিন্সিপাল মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৫২ জন এসআইকে অব্যাহতির প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। দুই থেকে তিন দিন সময় লাগবে পরিপূর্ণ অব্যাহতি দিতে।

জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ৮২৩ জন ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। সেখান থেকে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

গত ২০ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়। এরপর থেকে বিভিন্ন মহলের অনেক ধরনের আলোচনা চলছিল। এর মধ্যে মঙ্গলবার ২৫২ প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি দেওয়ার খবর এলো।

যেভাবে এসআই নিয়োগ চূড়ান্ত হয়:

পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।

সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে একবছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।

BBS cable ad