পুলিশের ‘নতুন’ মনোগ্রাম মন্ত্রণালয়ে, অপেক্ষা অনুমোদনের
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আন্দোলন চলাকালে পুলিশের ভূমিকা ছিল বিতর্কিত।
অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে পুলিশ বাহিনীর বিরুদ্ধে।
এর জেরে বিক্ষুব্ধ জনতা ওই সময়ে থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ৪৪ পুলিশ সদস্য নিহত হন। এমন পরিস্থিতিতে কর্মবিরতিতে বেশ কয়েকদিন বন্ধ ছিল পুলিশি কার্যক্রম, বন্ধ ছিল থানার কার্যক্রমও।
তখন পুলিশের পক্ষ থেকেই ১১ দফা দাবি আসে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব দাবিতে দেশের বিভিন্ন পুলিশ লাইন্সে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন অধস্তন পুলিশ সদস্যরা।
এরমধ্যে বাহিনীটির ইউনিফর্ম ও লোগোয় (মনোগ্রাম) পরিবর্তন আনার দাবিও ওঠে। তখন অন্তর্বর্তী সরকার পুলিশের ইমেজ ফেরাতে ইউনিফর্ম ও মনোগ্রামে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশের মনোগ্রাম পরিবর্তনের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। নতুন মনোগ্রামও নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মনোগ্রাম পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। তা এখন অনুমোদনের অপেক্ষায় আছে।