ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ে যা বলল পুলিশ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পূর্ব শত্রুতার জেরে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। এ পরিস্থিতিতে ঘটনার সূত্রপাত জানার জন্য এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়―এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সায়েন্সল্যাব মোড়ে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
এ সময় তিনি বলেন, ঘটনা শুরুর প্রকৃত কারণ সম্পর্কে জানতে সময়ের প্রয়োজন হবে। কিন্তু কী কারণে সংঘর্ষ হয়েছে তা শিক্ষার্থী এবং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবেন না। ঘটনার সূত্রপাত সম্পর্কে পরে তদন্ত করে দেখব আমরা। তবে তারা (শিক্ষার্থীরা) মাঝে মধ্যেই এই কাজ (সংঘর্ষ) করে থাকে।
পুলিশের এই কর্মকর্তা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে বলেন, ঘটনার পরবর্তীতে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে সিটি কলেজ শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসে নিয়ে এসেছি। সেই সঙ্গে তারা যেন মুখোমুখি হতে না পারে, সেই ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে দুই কলেজের শিক্ষার্থীরাই ক্যাম্পাসের ভেতরে আছে।
এর আগে, আজ বেলা ১২টার দিকে দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে।
শিক্ষার্থীরা পাল্টা-ধাওয়াপাল্টা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য মিরপুর সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।