আপিল বিভাগে নিয়োগ পেলেন ২ বিচারপতি

হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুবকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দান করেছেন। এই নিয়োগ শপথগ্রহণের তারিখ হতে কার্যকর হবে।
’
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শপথ গ্রহণ করবেন এই দুই বিচারপতি।