শরীয়তপুর জেলা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত
মঙ্গলবার(০৭ জানুয়ারী) বিকেল ৩ টা ৩০ ঘটিকায় শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশ গ্রহণে পুলিশ অফিস বনাম পুলিশ লাইন দলের মধ্যকার এই জেলা পুলিশ “সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন শরীয়তপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা।
এ সময় জনাব শরিফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব, মোঃ তানবির হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচে পুলিশ লাইন দল পুলিশ অফিস দলকে ২৯ রানে পরাজিত করে।