জাজিরা থানায় ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সোয়া ১টার দিকে থানা ভবনের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান সহকর্মীরা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
শরীয়তপুরের এসপি নজরুল ইসলাম বলেছেন, আল-আমিন আত্মহত্যা করেছেন।
ওসি আল-আমিনের বাড়ি বরিশালের মুলাদী এলাকায়। তিনি গত ১৪ সেপ্টেম্বর জাজিরা থানায় ওসি হিসেবে যোগ দেন।
শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ‘ওসি আল-আমিনের গলায় গামছা পেঁচানো ছিল। তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।’ শরীয়তপুরের এসপি জানান, ঢাকা থেকে ফরেনসিক টিম আসার পর আল-আমিনের দেহ নামানো হবে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে।
জাজিরা থানা সূত্র জানায়, জাজিরা উপজেলা সদরে থানা ক্যাম্পাস অবস্থিত। সেখানে চারতলা একটি ভবনে থানার কার্যক্রম চলছে। ওই ভবনের একটি কক্ষে থাকতেন ওসি আল-আমিন। গতকাল বেলা সোয়া ১টার দিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পান, ওসি আল-আমিনের দেহ তার কক্ষের একটি জানালার সঙ্গে ঝুলছে। পরে থানায় কর্মরত অন্য পুলিশ কর্মকর্তারা বিষয়টি শরীয়তপুরের এসপিকে জানান। খবর পেয়ে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও এসপি নজরুল ইসলাম জাজিরা থানায় যান।