শিরোনাম

South east bank ad

সিএমপির নতুন পুলিশ কমিশনার হাসিব আজিজ

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন   |   পুলিশ

সিএমপির নতুন পুলিশ কমিশনার হাসিব আজিজ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাসিব আজিজ।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিএমপি হেডকোয়ার্টার্সে  আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।

এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে নবনিযুক্ত সিএমপি কমিশনার হাসিব আজিজ সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি কর্মকর্তাদের ন্যায়-নিষ্ঠা ও সততার সঙ্গে জনবান্ধন পুলিশিং করার নির্দেশনা দেন।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন,  অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  মো.মাসুদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশনস) মো.আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (সদর) এসএম মোস্তাইন হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে গত ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হাসিব আজিজকে সিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
BBS cable ad