South east bank ad

টাঙ্গাইলে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া পলাতক আসামি গ্রেফতার

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৮:২৯ অপরাহ্ন   |   থানার কথা

টাঙ্গাইলে ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া পলাতক আসামি গ্রেফতার

বাসাইল থানার হিলড়া দক্ষিণ পাড়া জামে মসজিদ ইমাম ও খতিব মোঃ জাহিদুল ইসলাম (৩৮) গত ৭ এপিল আসামি অনিমেষ বাবু ওরফে আনন্দ (৪৫) পিতাঃ মৃত খুশি মোহন 
সাংঃ থলপাড়া বৈলানপুর থানাঃ মির্জাপুর জেলাঃ টাঙ্গাইল বর্তমান সাং- গাঙ্গিনারপাড় থানাঃ কোতোয়ালি জেলাঃ ময়মনসিংহ এর বিরুদ্ধে অভিযোগ করেন যে উক্ত আসামি গাঙ্গিনারপাড় থাকিয়া একটি প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনা করেন। 
তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন সময়ে তার ফেসবুক আইডি হইতে ইসি সচিব,  বাংলাদেশ সরকার, পবিত্র মক্কার কাবা শরীফের ছবি সংযুক্ত করে আপত্তিকর মন্তব্য প্রকাশ করে তার ফেসবুক অনলাইন লিংক ব্যবহার করে ডিজিটাল ও ইলেকট্রনিক্স ডিভাইস এর মাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর পোস্ট  ও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননা করেছেন। 
উক্ত বিষয় উল্লেখ করিয়া বাদী ময়মনসিংহ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ইন্সপেক্টর শফিকুল ইসলামকে মামলার তদন্তকারী অফিসার নিয়োগ করা হয়। তিনি  ৩০জুন  ময়মনসিংহের কাঁচিঝুলি মোড় এলাকা হইতে আসামি অনিমেষ বাবু ওরফে আনন্দকে গ্রেপ্তার করেন। ইন্সপেক্টর শফিকুল ইসলাম, ইন্সপেক্টর আলী ফরিদ আহমেদ ও ইন্সপেক্টর নজরুল ইসলাম- এর সমন্বয়ে গঠিত ৩ সদস্যের টিম আসামীকে জিজ্ঞাসাবাদ করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সাথে জড়িতে বলে স্বীকার করেছেন। ডিজিটাল তদন্তের জন্য সিআইডির আইটি, ফরেনসিক- এর বিশেষজ্ঞ মতামত নেয়া হবে। জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে আগামীকাল  আদালতে সোপর্দ করা হবে
BBS cable ad

থানার কথা এর আরও খবর: