South east bank ad

গাজীপুরের কালীগঞ্জে বাছুরসহ ৩ গরু চোরকে আটক করে পুলিশ

 প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৫:২৯ অপরাহ্ন   |   থানার কথা

গাজীপুরের কালীগঞ্জে বাছুরসহ ৩ গরু চোরকে আটক করে পুলিশ
গাজীপুরে গত শনিবার ২৬ জুন ২০২১ইং তারিখ সকাল সাড়ে ১১টার সময় কালীগঞ্জ থানার মৈশাইর বাজারে স্থানীয় লোকজন গরুসহ ৩ জন গরু চোরকে আটক করেছে।পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গরুর মালিক বাদী রিপন দেবনাথ (৩৭), পিতা : লব কিশোর, গ্রাম : মৈশাইর, থানা : কালীগঞ্জ,  জেলা গাজীপুর চোরদেরকে মারধরের সময় ঘটনাস্খলে গিয়ে চুরি করা গরুর বাছুর (দামুর বাছুর)-কে সনাক্ত করেন। 
কালীগঞ্জ থানা পুলিশ ঘটনার খবর পেয়ে  দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের আটক করা চোরদেরকে নিজ হেফাজতে নেয় এবং তাদের কে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ঘটনার বিষয়ে স্বীকার করে। 
পরবর্তীতে বাদী থানা পুলিশের সহায়তায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আসিয়া  লিখিত অভিযোগ দায়ের  করেন।যার কালীগঞ্জ থানার মামলা নং-২৫, তাং-২৬/০৬/২০২১ইং ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করে মামলার তদন্তভার এস আই (নিঃ) মো. সাদিকুর রহমানের  ওপর ন্যাস্ত করা হয়। 
মামলাটি রুজু হওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল ফারজানা ইয়াছমিন. অফিসার ইনচার্জ এ.কে.এম মিজানুল হক  এবং পুলিশ পরিদর্শক তদন্ত শহীদুল ইসলামের সর্বিক সহযোগিতায় দ্রুততম সময়ে  ৩ জন আসামিকে আটক করে, চুরি করা গরু উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।তদন্ত শেষে ২৪ ঘন্টার মধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়।
BBS cable ad

থানার কথা এর আরও খবর: