South east bank ad

ডিএনসিসি'র মার্কেটের অবৈধ দোকানদারদের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে: মেয়র মোঃ আতিকুল ইসলাম

 প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৯:০৮ পূর্বাহ্ন   |   মেয়র

ডিএনসিসি'র মার্কেটের অবৈধ দোকানদারদের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে: মেয়র মোঃ আতিকুল ইসলাম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম জানিয়েছেন ডিএনসিসি'র মার্কেটের অবৈধ দোকানদারদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩) সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মোহাম্মদপুর নতুন কাঁচা বাজারের (কৃষি মার্কেট) ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অনুদানের চেক বিতরণ ও মার্কেট পুননির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানিয়েছেন তিনি।

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অনুদানের চেক তুলে দেন এবং চেক বিতরণ শেষে নাম ফলক উন্মোচন করে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত মোট ৪১২ জন ব্যবসায়ীর প্রত্যেককে অনুদান হিসেবে ডিএনসিসি থেকে ২৫ হাজার টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
BBS cable ad

মেয়র এর আরও খবর: