ডিএনসিসিকে আরো সবুজ, শীতল ও নিরাপদ নগর হিসেবে গড়ে তোলা হবে-মেয়র আতিকুল ইসলাম
 
                                                                                                জলবায়ু পরিবর্তনজনিত সৃষ্ট সঙ্কট জনমানুষের জীবন ও জীবীকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। জনবহুল দেশ কিংবা শহরের জন্য এই হুমকি আরো গভীরভাবে প্রভাব ফেলছে।আসন্ন সঙ্কট থেকে বাঁচতে বিশ্বনেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই। 
কোপ-২৮ শুরুর দিনই নরম্যান ফাস্টার ফাউন্ডেশন, ল্যানসেট কাউন্টাডাউন, বুপা এবং C40 কর্তৃক আয়োজিত একটি অলোচনায় অংশগ্রহণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। 
এই আলোচনার বিষয়বস্তু ছিল, কীভাবে সামনের দিনগুলোতে আরো বেশি জলবায়ু সহনশীল করে নগর সাজানোর পরিকল্পনা করা যায় এবং তা বাস্তবায়ন করতে সব ধরনের সহায়তা প্রদান করা। 
আলোচকদের মধ্যে ছিলেন, লর্ড নরম্যান ফস্টার, ডাঃ মেরিনা রোমানেলো এবং নাইজেল সুলিভান। 
ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম আলোচনায় অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনজনিত সঙ্কট মোকাবিলায় চ্যালেঞ্জ সমূহ তুলে ধরে বলেন, পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই স্থানীয়ভাবে এর সমাধান আরো জরুরি।  
এ সময় তিনি ডিএনসিসিকে আরো সবুজ, শীতল ও নিরাপদ নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
                                

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                  
 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            