তানজিয়া সালমা এর কবিতা “অনুভবে অনুরণন”

অনুভবে অনুরণন
তানজিয়া সালমা
আমার বুকেও তোলপাড় ঝড়
তোর চোখে এলে জল,
ক্যামনে ভাবিস তোর দুখে থাকে
এই মন অবিচল!
দুইটি চোখের শ্রাবণ ধারায়
তোর ব্যথাগুলো ঝরে,
আমার বুকেতে তোর সুখ আছে
চার কুঠুরির ঘরে।
চাতকি তৃষায় মেঘ কেঁদে কেঁদে
বাদলের ধারা হয়,
পাতাকে দোলাতে সুখের সায়রে
উতলা বাতাস বয়।
আকাশ দিয়েছে সাগরের জলে
সবটুকু তার নীল,
নদী নিঃশেষে সাগরেতে মেশে
অনুভবে অনাবিল।
তোকে ভালোবেসে আমি অবশেষে
পেয়েছি আমার সব,
থেমে যাবে জানি যত কানাকানি
মিছে সব কলরব।