সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “এই তো তুমি চাও”
এই তো তুমি চাও
সাবরীনা রহমান বাঁধন
আসিবে যখনই দুয়ার খুলিব
যেতে যদি চাও পথটি রোধিব না
এই তো তুমি চাও সখা
এই তো তুমি চাও।
যদি বলি সখা মনে মন মাখো
আমার মন আজ চাইছে যে থাকো
যেমন করে রেখেছিলে বেঁধে
তেমনই আবেশে বেঁধে মোরে রাখো
তব মনে হয় পড়ায়েছি বেড়ি
দূরে দূরে যে পালাও
নিজে ধরা দিলে রাখিব যতনে
এই তো তুমি চাও সখা
এই তো তুমি চাও।
না বুঝেই ভালোবাসিলে যতনে
বুঝে যে দাও ঠেলে দূরে
বল আমি তবে ভালোবাসি কারে
খুঁজে বেড়াই কোন তারে
অবুঝ সখারে মন যাঁচে যবে
বুঝে সে রয় দূরে সরে
তোমার খেলার পুতুল রহিব
এই তো তুমি চাও সখা
এই তো তুমি চাও।