শিরোনাম

South east bank ad

মনিরার কবিতা 'মায়া'

 প্রকাশ: ০৯ জুন ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন   |   সাহিত্য

মনিরার কবিতা 'মায়া'
কিছু কিছু সম্পর্ক আছে…
যার কোনো নাম হয় না।
তাঁর সাথে আমার সম্পর্কটা…
সেরকম…!

আমার…ভালোবাসার নাম…
আমি জানি না
ওআমার প্রেম।

সব সম্পর্কেরই নাম থাকে,
যেমন-
বন্ধুত্ব…
পিতা-মাতা, ভাই-বোন, স্বামী-স্ত্রী,
কিন্তু তাঁর সাথে আমার যে সম্পর্ক….
তার কোনো নাম নাই ॥
একেবারেই নাই….
আমার…….!!

খুব সাধারন ভালোবাসা
শুদ্ধ…..
পবিত্র ভালোবাসা॥
তাঁর উপর আমার ভীষন অভিমান,
মাঝে মাঝে অভিমানী মন খুব অধিকার নিয়ে,,
কত কথার ঝুড়ি ভরিয়ে রাখি,
শুধু তাঁকে বলার অপেক্ষায় থাকি…. ॥

তুমি আমার বুকের ভিতর এক অসহ্য ঢেউ,
তুমি আমার কেউও না
তবু সবচেয়ে প্রিয় কেউ ॥
একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া,
কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ করা।

হৃদয়ে জমা হয়ে থাকে আহত স্মৃতির ভিড় ,
কখনো বা কাঁদায়, রাগায়
আবার কখনো কখনো অভিমান ও করায়।
আপন বৃত্তে বন্দি সবাই
কে কার খোঁজ রাখে ?
পথিক তুমি হারিয়ো না ওই পথ হারানোর বাঁকে…

মনিরা” (০৯/০৬/ ২০২৩)
BBS cable ad