শিরোনাম

South east bank ad

শাহজালাল বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজের

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন   |   কাস্টমস

শাহজালাল বিমানবন্দর থেকে দ্রুত পণ্য খালাসের নির্দেশ কাস্টম হাউজের



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের নির্দেশ দিয়েছে ঢাকা কাস্টম হাউজ। এ লক্ষ্যে সোমবার (২০ অক্টোবর) কাস্টম হাউজের উদ্যোগে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল ঢাকা কাস্টম হাউজ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ বৈঠকে অংশ নেয়। বৈঠকে কমিশনার আমদানিকারক ও তাদের প্রতিনিধি (সিএন্ডএফ এজেন্ট)দের প্রতি আহ্বান জানান— বন্দরে পণ্য অবতরণের আগে সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার এবং সম্ভব হলে একই দিনে ডেলিভারি গ্রহণের জন্য।


ফয়সাল সামাদ বলেন, “বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত সংরক্ষণ ও নিরাপত্তার অভাব রয়েছে। তাই আমদানিকৃত পণ্য ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে খালাস করতে হবে।”

পণ্য ডেলিভারির প্রক্রিয়া দ্রুততর করতে দুই জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তারা হলেন— ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার কামরুল হাসান এবং বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের ম্যানেজার (ইমপোর্ট অপারেশন) ফিরোজ সালাউদ্দিন।


এ ছাড়া বিজিএমইএর পক্ষ থেকে সদস্যদের সহায়তায় দুইজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে— সিনিয়র সহকারী সচিব সাজ্জাদ মাহমুদ এবং সহকারী সচিব মো. বশিরউল্লাহ।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে অগ্নিকাণ্ডজনিত সংকট মোকাবিলায় কাস্টমস, বিমান কর্তৃপক্ষ ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রেখে দ্রুত পণ্য খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সদস্য প্রতিষ্ঠানগুলোকে পণ্য খালাস প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিতে এবং প্রয়োজনীয় তথ্য ও নথি সময়মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে।


উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য ও কাগজপত্র পুড়ে যায়। তদন্তে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
BBS cable ad

কাস্টমস এর আরও খবর: