শিরোনাম

South east bank ad

বিমানবন্দরে মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন   |   কাস্টমস

বিমানবন্দরে মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় মানব পাচার চক্রের একজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য গণমাধ্যমকে জানান।

গ্রেপ্তার আসামি হলেন সাখাওয়াত হোসেন (৪২)। তিনি দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়া সিন্ডিকেট পরিচালনা ও অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানা মানব পাচার আইনে মামলা রয়েছে।

এছাড়া প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় আরেকটি দায়ের করা মামলার তথ্য পাওয়া গেছে। শিগগিরই মামলাগুলো সিআইডি আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, অভিযুক্ত সাখাওয়াত হোসেন ৪০০-৫০০ বাংলাদেশি নাগরিককে ৪টি বোটে করে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করানোর কথা স্বীকার করেন। এর মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন মানব পাচারকারী ও সহযোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার মো. শওকত আলী (৪৭)। এছাড়া অজ্ঞাতনামা ৪-৫ জন সহযোগীর নামও উঠে এসেছে, যারা বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের পাচার, আটক ও মুক্তিপণ আদায়ে সক্রিয় ছিল।

মানব পাচার প্রতিরোধে সিআইডির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান সিআইডির ওই কর্মকর্তা।
BBS cable ad

কাস্টমস এর আরও খবর: