শিরোনাম

South east bank ad

সিলেটে আ.লীগের ছয় নেতা গ্রেপ্তার

 প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন   |   দেশ

সিলেটে আ.লীগের ছয় নেতা গ্রেপ্তার
অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে দুই উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  
 
ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ শহিদুর রহমান রুমানকে গ্রেপ্তার করে সাদা পোশাকধারী একদল পুলিশ। এরপর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
 
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, তাদের দুজনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
 
এদিকে জকিগঞ্জে উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
তারা হলেন- উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, বারহাল ইউপি আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাই, কসকনকপুর ইউপি এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শামিম আহমদ এবং জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।
 
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কৃষকলীগ নেতা আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়। এদিন বিকেলে বারহাল ইউপি আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাইকেও গ্রেপ্তার করা হয়।
 
এর আগে সোমবার রাতে পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর এবং উপজেলা আওয়ামী লীগ নেতা শামিম আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।
 
জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের ২০২৪ সালের ৪ আগস্টের নাশকতার ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।.
BBS cable ad

দেশ এর আরও খবর: