South east bank ad

৪ বছর পর ধরা পড়ল শিশু তরীর খুনি, আদালতে জবানবন্দি

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন   |   দেশ

৪ বছর পর ধরা পড়ল শিশু তরীর খুনি, আদালতে জবানবন্দি

চট্টগ্রামে ধারাবাহিকভাবে শিশু খুন হওয়ার ঘটনায় সারা দেশে নিন্দা, প্রতিবাদের ঝড় উঠেছিল। ঘাতকের হাতে আরিয়ান, আয়াত, সুরমা, বর্ষারা অকালে প্রাণ হারায়। সেই তালিকায় ছিল আরেক শিশু নুসরাত জাহান তরী। তরীকে ২৭ জুন ২০২১ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল মোড়ের নিজ বাসায় রেখে প্রতিদিনের মতো কর্মস্থলে যান মা ফাতেমা বেগম।
দুপুরে ফিরে খাটের নিচে সন্তানের লাশ পান ফাতেমা।

চার বছর অপেক্ষার পর অবশেষে খুনি রাসেল হোসেন শেখ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইতে কর্মরত পুলিশ পরিদর্শক মর্জিনা আক্তার মরজু। তিনি বলেন, আসামি রাসেল হোসেন শেখ শনিবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
জবানবন্দিতে তরীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

তরী হত্যার দুই দিনের মাথায় ইমন নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু পিবিআই তদন্তে নেমে ডিএনএ প্রোফাইল করে। ডিএনএ প্রোফাইলে ইমনের ডিএনএর সঙ্গে না মেলায় পুলিশের তদন্তে নেয় ভিন্ন মোড়।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন রাসেল হোসেন শেখকে গ্রেপ্তার করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরীকে ধর্ষণ ও হত্যার বিষয়টি স্বীকার করে।

অপরদিকে একই বছর ১৮ সেপ্টেম্বর নগরীর বন্দর থানা পুলিশ পোর্ট কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে শিশু সুরমার মরদেহ উদ্ধার করে। ১৩ অক্টোবর রাতে শিশু সুরমার খুনের দায়ে টিম বন্দর থানা রিকশাচালক ওসমান হারুন মিন্টুকে গ্রেপ্তার করে। মিন্টু বিরিয়ানির লোভ দেখিয়ে শিশু সুরমাকে ধর্ষণ ও খুন করেছিল বলে স্বীকার করে।

২৪ অক্টোবর ২০২২ বাসা থেকে ২০ টাকা নিয়ে বিস্কুট কিনতে বের হয়ে আর ঘরে ফেরেনি নগরীর জামালখানস্থ কুসুমকুমারী স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী মারজানা হক বর্ষা।

BBS cable ad