সাভার-আশুলিয়ায় ২ নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর উপকণ্ঠ সাভার-আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা দুই নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের হেফাজত থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। এর আগে রবিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের বলিয়াপুর হাঙ্গাইল এলাকায় এবং রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নের বলিয়াপুর হাঙ্গাইল এলাকার মো. আলমের স্ত্রী মুক্তা বেগম (৪৫), পিরোজপুর জেলার নাজিরপুর থানার লঘুনাথপুর এলাকার সমেদ আলীর ছেলে জামাল (৩৮) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার বুতরদিয়া কেদারপুর এলাকার সবুজের স্ত্রী ঝুমা আক্তার (২৮)। তাদের মধ্যে মুক্তা বেগম সাভারের বলিয়াপুর এলাকায়, জামাল আশুলিয়ার কুরগাঁও সোসাইটি এলাকায় ও ঝুমা আক্তার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় থেকে মাদক কারবার পরিচালনা করে আসছেন বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে বলিয়াপুর হাঙ্গাইল ব্রিজের পাশ থেকে মুক্তা বেগমে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।


